Sambad Samakal

Plastic Ban: আজ থেকে নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য পাতলা প্লাস্টিক

Jul 1, 2022 @ 10:57 am
Plastic Ban: আজ থেকে নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য পাতলা প্লাস্টিক

আজ ১ জুলাই থেকে দেশজুড়ে নিষিদ্ধ হল একবার ব্যবহারযোগ্য পাতলা প্লাস্টিক। কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী, ৭৫ মাইক্রনের কম পাতলা প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। কেন্দ্রীয় আইন অনুযায়ী, এই নিয়ম অমান্য করলে বিক্রেতাকে ৫০০ টাকা ও ক্রেতাকে ৫০ টাকা জরিমানাও করা হতে পারে।

পরিবেশবিদদের মতে, একবার ব্যবহারযোগ্য পাতলা প্লাস্টিক বর্তমানে মানব সভ্যতার জন্য অভিশাপ। এই প্লাস্টিক পরিবেশের ভারসাম্য কার্যত নষ্ট করে দিচ্ছে। অত্যন্ত পাতলা এই প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না বরং বাস্তুতন্ত্রের ভয়ানক ক্ষতি করে। যদিও আদৌ কী এই একবার ব্যবহারযোগ্য পাতলা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা যাবে! এই বিষয়ে অবশ্য মানুষের সচেতনার ওপরেই ভরসা রাখছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, কলকাতা ও শহরতলীর মানুষের মধ্যে প্লাস্টিকের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে সচেতনতা গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে।

Related Articles