মা হয়েছেন। তার পরেও একটুও মুটিয়ে যাননি অভিনেত্রী সাংসদ। জনপ্রিয় গয়না বিপণীর নতুন কালেকশন লঞ্চ অনুষ্ঠানে হাজির হলেন হাঁটু ঝুরের অফ শোল্ডার পোষাকে। আরও যেন ছিপছিপে লাগছে নুসরত জাহানকে। যে সংস্থার পণ্য উদ্বোধন করলেন তার ব্র্যান্ড দূত নুসরতের ভালো বান্ধবী অপর অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী।