অনলাইন না অফলাইন, কীভাবে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! সেই বিষয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে উপাচার্য সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে অফলাইনেই পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের।
এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, পরীক্ষার বিষয়ে কোনও আর্জি থাকলে কন্ট্রোলার অফ এগজামিনেশনকে জানানো যাবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি এই বিষয়ে রায় দিতে গিয়ে যাদবপুর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উদাহরণও তুলে ধরেন। যেখানে অফলাইনেই পরীক্ষা দিয়েছেন ছাত্র-ছাত্রীরা। ফলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে অফলাইনেই পরীক্ষা দিতে হবে সিইউ’র পড়ুয়াদের।