Sambad Samakal

Murshidabad: ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত ১

Jul 5, 2022 @ 10:08 am
Murshidabad: ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত ১

সোমবার রাতে মুর্শিদাবাদের ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও এক জন। স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তির দুটি হাতই বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছে। যদিও মৃত ও আহত ব্যক্তির নির্দিষ্ট পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে ডোমকল পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনা মণ্ডলপাড়ায়। স্থানীয়দের দাবি, পাট খেতে বসে বোমা বাঁধছিল এলাকার বেশ কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী। তখনই বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। খবর পেয়ে ছুতে আসে স্থানীয় থানার পুলিশ। আহতকে ভর্তি করা হয় হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

Related Articles