Sambad Samakal

Electric Ferry: গঙ্গায় ভাসবে এবার বাতানুকুল বৈদ্যুতিক জলযান

Jul 5, 2022 @ 8:46 pm
Electric Ferry: গঙ্গায় ভাসবে এবার বাতানুকুল বৈদ্যুতিক জলযান

আদ্দিকালের ডিজেল পুড়িয়ে ভটভটিতে গঙ্গা পারাপারের অবসান ঘটবে দ্রুত। গার্ডেনরীচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং রাজ্য সরকারের পরিবহন দপ্তর মঙ্গলবার এক চুক্তি বলে হুগলী নদীতে ইলেক্ট্রিক ফেরি চালু করতে চলেছে। জিআরএসই-এর ডিরেক্টর শিপ বিল্ডিং কমান্ডার শান্তনু বসু ও পরিবহন দপ্তরের বিশেষ সচিব অনিন্দ সেনগুপ্ত এই চুক্তিতে হস্তাক্ষর করেন।

প্রতিটি জলযান ২৪ মিটার লম্বা, বাতানুকুল এবং সর্বোচ্চ ১০ নটিক্যাল মাইল গতিতে হুগলীর বুকে পারাপার করবে। একটি ফেরিতে সর্বোচ্চ ১৫০ যাত্রী সওয়ার হতে পারবেন। শুধু ব্যাটারিচালিত নয় জলযানগুলির উপর সোলার প্যানেল লাগানো থাকবে যাতে সৌর বিদ্যুতের ব্যবহারও সম্ভব হবে। এই চুক্তির ফলে জলপথ পরিবহনে নতুন দিগন্ত উন্মোচিত হবে যা পরিবেশ বান্ধবও হবে।

Related Articles