Sambad Samakal

Nabanna: ডিউটির সময়ে মোবাইল নিষিদ্ধ নবান্নের পুলিশকর্মীদের জন্য! আর কী সিদ্ধান্ত?

Jul 5, 2022 @ 6:22 pm
Nabanna: ডিউটির সময়ে মোবাইল নিষিদ্ধ নবান্নের পুলিশকর্মীদের জন্য! আর কী সিদ্ধান্ত?

এখন থেকে ডিউটির নির্দিষ্ট সময়ে আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না নবান্নে থাকা পুলিশকর্মীরা। ডিউটিতে ঢোকার সময়ে জমা রাখতে হবে মোবাইল। এমনকী কয়েকটি দফতরেও এই একই নিয়ম জারি হতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশকর্মীরা মোবাইল ফোনে ব্যস্ত থাকলে নিরাপত্তার ঘাটতি হতে পারেই বলে মত উচ্চপদস্থ আধিকারিকদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এক যুবক ঢুকে পড়ার ঘটনা প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।

সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনেও পুলিশকর্মীর সংখ্যা বাড়ানো হবে। প্রতিটি শিফটে এখন থেকে মোট ৮০ জন করে পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও বাড়ি পাঁচিলের উচ্চতা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ির পেছন দিকে একটি ওয়াচ টাওয়ার তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে আশেপাশের প্রতিটি গলিতে সিসিটিভি লাগানোর কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই।

Related Articles