Sambad Samakal

Bhangar Movement: উত্তপ্ত ভাঙড়, প্রশাসনের সঙ্গে বৈঠকে জমি কমিটি

Jul 6, 2022 @ 10:49 am
Bhangar Movement: উত্তপ্ত ভাঙড়, প্রশাসনের সঙ্গে বৈঠকে জমি কমিটি

ভাঙড়ের পাওয়ার গ্রিড প্রকল্প নিয়ে জটিলতা যেন কাটছেই না। মঙ্গলবার থেকে ফের আন্দোলনের আঁচে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। এই পরিস্থিতিতে বুধবার সকালেই জমি কমিটির নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। জানা যাচ্ছে, বারুইপুরের মহকুমা অফিসে এই বৈঠক হবে।

এদিনের বৈঠকে জেলাশাসক সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, ভাঙড়ে আন্দোলনকারী জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাবি, ২০১৮ সালে এলাকার উন্নয়ন ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়া সহ একাধিক প্রতিশ্রুতির ভিত্তিতেও রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়। কিন্তু বর্তমানে সেই চুক্তি মেনে কাজ হচ্ছে না। এই অভিযোগে মঙ্গলবার থেকে পাওয়ার গ্রিড প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। এখন দেখার এদিনের বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরোয় কিনা।

Related Articles