Sambad Samakal

Assembly Security: বিধানসভায় কী কারণে স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না পুলিশ কর্মীরা?

Jul 7, 2022 @ 8:46 pm
Assembly Security: বিধানসভায় কী কারণে স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না পুলিশ কর্মীরা?

মুখ্যমন্ত্রীর বাড়ি ও নবান্নের পর এবার বিধানসভাতেও আর স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না পুলিশকর্মীরা। বৃহস্পতিবার জারি হল নিষেধাজ্ঞা। নির্দেশিকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়েছে। আপাতত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিধানসভায় স্মার্ট ফোন ব্যবহারে এই নিষেধাজ্ঞা জারি হলেও বিধানসভা সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতি নির্বাচনের পরেও এই কড়াকড়ি চালু রাখা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে অনুপ্রবেশের জেরেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কড়া নিরাপত্তার ফাঁক গলে কীভাবে অনুপ্রবেশ সম্ভব হল, তার তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। মুখ্যমন্ত্রীর বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, যে সময় হাফিজুল নামের ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ করে, সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা মজেছিলেন স্মার্টফোনে। কেউ ফেসবুক, কেউ হোয়াটসঅ্যাপ, কেউ আবার ভিডিও কলে ব্যস্ত ছিলেন। আর সেই সুযোগেই হাফিজুল মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতর ঢুকে লুকিয়ে পড়ে। তারপরেই জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা সব পুলিশকর্মীর স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। একই নিয়ম চালু করা হয় নবান্নেও। এরপর বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিধানসভাতেও স্মার্ট ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ আনা হল। জানা গিয়েছে, সিসি ক্যামেরার নজরে থাকছে স্ত্রংরুম। তারই বাইরে মোতায়েন পুলিশ। এদিন থেকেই শুরু হতে গিয়েছে কড়া পাহারা। আর পাহারার দায়িত্বে থেকে পুলিশ কর্মীদেরই কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে, পাহারার সময় কোনও স্মার্ট ফোন ব্যাবহার করতে পারবেন না তাঁরা। সূত্রের খবর, আগামী দিনে বিধানসভার পাশাপাশি লালবাজার সহ সমস্ত হাই সিকিউরিটি জোনেই স্মার্ট ফোন ব্যবহারে এই বিধিনিষেধ লাগু করা হবে।

Related Articles