Sambad Samakal

PVC Flute: অব্যবহৃত পিভিসি পাইপ দিয়ে তৈরি হচ্ছে বাঁশি!

Jul 7, 2022 @ 11:55 am
PVC Flute: অব্যবহৃত পিভিসি পাইপ দিয়ে তৈরি হচ্ছে বাঁশি!

বাড়িতে জলের লাইন আনতে এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় হল পিভিসি পাইপ। মোটা প্লাস্টিক জাতীয় পদার্থ দিয়ে তৈরি এই পাইপ হামেশাই পড়ে থাকে অনেক স্থানে। কিন্তু এবার সেই পাইপ দিয়েই বাঁশি তৈরি করে রীতিমতো সকলকে অবাক করে দিলেন আসানসোলের বাসিন্দা জিতেন রুই দত্ত। আদতে আসানসোলের রবীন্দ্র ভবনে সাউন্ড পরিচালনার কাজ করেন তিনি।

নিজের কাজ করতে গিয়েই বিভিন্ন ধরনের বাদ্য যন্ত্রের শব্দ সম্পর্কে আগ্রহ জন্মায় জিতেন রুই দত্তের। এর পরেই মাথায় আসে পিভিসি পাই দিয়ে বাঁশি তৈরি করার পরিকল্পনা। ইতিমধ্যেই জিতেন বাবুর তৈরি এই অভিনব বাঁশি দেখতে অনেকেই ভিড় করছেন তাঁর বাড়িতে।

Related Articles