Sambad Samakal

Bony Koushani: বনি-কৌশানী মজেছেন ‘ডাল বাটি চুরমা’-র স্বাদে

Jul 8, 2022 @ 5:07 pm
Bony Koushani: বনি-কৌশানী মজেছেন ‘ডাল বাটি চুরমা’-র স্বাদে

সোমনাথ লাহা

সম্প্রতি ‘বি. কে এন্টারটেনমেন্ট’ নামে তাঁদের প্রযোজনা সংস্থা খুলেছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। বাইপাসে ট্যাংরার কাছে অফিস নিয়েছেন তাঁরা। তাঁদের দু’জনের‌ই ইচ্ছে, নিজেদের সংস্থার ছবিতে কনটেন্ট‌ই হবে হিরো। সেই কথা মাথায় রেখেই তাঁদের সংস্থার প্রথম ছবি ‘ডাল বাটি চুরমা’। শোনা যাচ্ছে ছবির পোস্টারের নীচে চচ্চড়ির ছবিও থাকবে। অর্থাৎ এক অর্থে বাঙালি ও অবাঙালির ফিউশন দেখা যাবে এই ছবিতে। ছবিতে বনিকে দেখা যাবে অবাঙালির চরিত্রে এবং কৌশানী পুরোপুরি বাঙালি হিসেবে ধরা দেবেন। ছবিটি পরিচালনা করবেন হরনাথ চক্রবর্তী। কলকাতা ছাড়া রাজস্থানেও হবে এই ছবির শুটিং।

Related Articles