বৃহস্পতিবারের পর শুক্রবারও দেশে করোনা আক্রান্ত প্রায় ১৯ হাজার। পরপর দু’দিন প্রায় একই হারে বাড়ল কোভিড সংক্রমণ। উর্ধ্বমুখী অ্যাকটিভ কেস এবং পজিটিভিটি রেটও। রিপোর্ট বলছে, সংক্রমণে প্রথম পাঁচে রয়েছে বাংলা তথা পশ্চিমবঙ্গ। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন। যা কমবেশি আগের দিনের মতোই। করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ২২ হাজার ৩৩৫ জন। যা বৃহস্পতিবারের থেকে ২ হাজার ৮৭৮ জন বেশি। শতকরা হারে ০.২৮ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা।দেশে শেষ একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। এই সংখ্যাটাও কমবেশি আগের দিনের মতোই। কমেছে সুস্থতার হার। শেষ ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন। সুস্থতার হার কমের দাঁড়িয়েছে ৯৮.৫১ শতাংশ।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>