Sambad Samakal

Covid: দেশে উর্ধ্বমুখী করোনা গ্রাফ, সংক্রমণে দ্বিতীয় স্থানে বাংলা

Jul 9, 2022 @ 1:52 pm
Covid: দেশে উর্ধ্বমুখী করোনা গ্রাফ, সংক্রমণে দ্বিতীয় স্থানে বাংলা

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে দেশের উর্ধ্বমুখী করোনা গ্রাফ। আর এরই মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে গোটা দেশে সংক্রমণে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলা তথা পশ্চিমবঙ্গ।

শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৮,৮৪০ জন। শুক্রবারের তুলনায় যা সামান্য বেশি। দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যু ও অ্যাকটিভ কেস। শেষ একদিনে দেশে করোনার জেরে মৃত্যু হয়েছে ৪৩ জনের। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ২৮। শতকরা হার ০.২৯ শতাংশ।

এদিকে, দিল্লির করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে এলেও চোখ রাঙাচ্ছে পাঁচ রাজ্যের করোনা সংক্রমণ। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে কেরল। সেখানে একদিনে আক্রান্ত ৩৩১০জন। এরপরই রয়েছে বাংলা। শেষ ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত ২৯৫০ জন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র (২৯৪৪), তামিলনাড়ু (২৭২২) এবং কর্ণাটক (১০৩৭)।

Related Articles