Sambad Samakal

Sealdah Metro: সুখবর! শিয়ালদহ মেট্রোয় শুরু হচ্ছে যাত্রী পরিষেবা

Jul 9, 2022 @ 2:27 pm
Sealdah Metro: সুখবর! শিয়ালদহ মেট্রোয় শুরু হচ্ছে যাত্রী পরিষেবা

কলকাতাবাসীর জন্য সুখবর। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে শিয়ালদহ মেট্রোর যাত্রী পরিষেবা। মেট্রোরেল সূত্রে খবর, আগামী সোমবার অর্থাৎ ১১ জুলাই উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রো স্টেশনের। তার দু’দিন পরে বৃহস্পতিবার অর্থাৎ ১৪ জুলাই থেকে শুরু হবে যাত্রী পরিষেবা।

শিয়ালদহ মেট্রোয় করে মধ্য কলকাতা থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত। ওয়াকিবহাল মহলের মতে, এর ফলে উপকৃত হবে হাজার হাজার নিত্যযাত্রী। যাত্রী পরিবহনের জন্য আপাতত ২টি প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রোরেল চলবে বলে জানা গিয়েছে।

Related Articles