Sambad Samakal

TMC: ক্যানিংয়ে মৃত তৃণমূল কর্মীদের পরিবারের পাশে সাংসদ-বিধায়করা, দোষীদের শাস্তির দাবি

Jul 9, 2022 @ 2:49 pm
TMC: ক্যানিংয়ে মৃত তৃণমূল কর্মীদের পরিবারের পাশে সাংসদ-বিধায়করা, দোষীদের শাস্তির দাবি

ক্যানিংয়ে দুষ্কৃতিদের গুলিতে নিহত হয়েছেন গোপালপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি সহ ৩ জন তৃণমূল কর্মী। শনিবার নিহত তৃণমূল কংগ্রেস কর্মীদের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের সাংসদ-বিধায়করা। এদিন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, বিধায়ক শওকত মোল্লা, জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যানিংয়ে পৌঁছে যায়। আক্রান্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

সাংসদ মালা রায় বলেন, “দল আক্রান্ত পরিবারগুলির পাশে আছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সামান্য আর্থিক সাহায্য পাঠিয়েছিলেন। আমরা পৌঁছে দিয়েছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা শান্তির বাংলা তৈরি করতে চাইছি। তাই এসব তৃণমূল কখনোই বরদাস্ত করবে না। পুলিশ তদন্ত চালাচ্ছে।”

প্রসঙ্গত, এই ঘটনায় মূল অভিযুক্ত এখনও পলাতক। তবে গতরাতে কুলতলি থেকে আফতাবুদ্দিন শেখ নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

Related Articles