Sambad Samakal

Bollywood: বলিউডে জমি পোক্ত করছেন দক্ষিণী অভিনেত্রীরা

Jul 10, 2022 @ 11:54 pm
Bollywood: বলিউডে জমি পোক্ত করছেন দক্ষিণী অভিনেত্রীরা

সোমনাথ লাহা

দক্ষিণী ছবির বাড়বাড়ন্ত ইতিমধ্যেই টালমাটাল হয়েছে বলিউড। এমনকি বিগত কয়েক মাসে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দক্ষিণী ছবির বাড়তে থাকা প্রভাব নিয়ে বিস্তর আলোচনা চলার পাশাপাশি, কাটাছেঁড়াও কম হয়নি। পাশাপাশি এই চর্চার অন্যতম আরেকটি দিক হল দক্ষিণী শিল্পীদের জাতীয় স্তরে লাইমলাইটে আসা। বক্স অফিস কাঁপানো তেলুগু ছবি ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর হাত ধরে সর্বভারতীয় দর্শকের সামনে একসঙ্গে এসেছেন রশ্মিকা মন্দানা এবং সামান্থা রুথ প্রভু। প্রথম জন ছবির নায়িকা এবং দ্বিতীয় জন ছবির একটি গানেই রীতিমতো ঝড় তুলেছেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই নায়িকার হাতেই এখন একাধিক হিন্দি ছবি। আগামী দিনে সে সংখ্যা বাড়বে বলেই মনে করছেন ফিল্মি বিশেষজ্ঞ তথা ট্রেড অ্যানালিস্টরা। গত বছর অ্যামাজন প্রাইমের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন টু’-র সুবাদে রাতারাতি পরিচিতির পরিসর বেড়েছে সামান্থার। নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদও অভিনেত্রীকে চর্চায় রেখেছে। শুধু তাই নয়। সামান্থার জনপ্রিয়তা বাড়ার কারণেই চর্চিত শো ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজনে এবার অতিথি হয়ে আসবেন তিনি। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, দীনেশ ভিজানের প্রযোজনায় আয়ুষ্মান খুরানার বিপরীতে হিন্দি ছবিতে ডেবিউ করতে পারেন সামান্থা। এখানেই শেষ নয়। ‘উরি’-খ্যাত পরিচালক আদিত্য ধরের পরবর্তী ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’-তে সমান্থা থাকতে পারেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়। সেই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। প্রসঙ্গত, সামান্থার আগে এই ছবির নায়িকা হিসেবে সারা আলি খানের কথা শোনা গিয়েছিল। যে ছবিতেই সামান্থা চূড়ান্ত হন না কেন, তাঁকে এখন চোখে চোখেই রাখবেন হিন্দি ছবির নির্মাতারা। একই কথা খাটে রশ্মিকার ক্ষেত্রেও। বলিউডে ইতিমধ্যেই দুটি ছবির শুটিং শেষ করেছেন রশ্মিকা। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন ‘মজনু’ এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’। রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমাল’ ছবিতেও অভিনয় করছেন রশ্মিকা। শশাঙ্ক খৈতানের নতুন ছবিতে টাইগার শ্রফের বিপরীতেও থাকতে পারেন বলে খবর শোনা যাচ্ছে। সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডের মতো নবাগতাদের তুলনায় ইন্ডাস্ট্রিতে সামান্থা এবং রশ্মিকাদের পাল্লা ভারী বলাই যায়। অভিনেত্রী হিসেবে দু’জনেই যথেষ্ট দক্ষ। গ্ল্যামারাস এবং মাটির কাছাকাছি, দু’ধরনের চরিত্রেই তাঁরা অভিনয় করতে পারেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, ছবিশিকারিদের নজরে থাকার মতো বিষয়গুলিতেও তাঁরা বাকিদের চেয়ে পিছিয়ে নেই। লক্ষণীয় বিষয় হল, এই দুই অভিনেত্রী যে হিন্দি ছবিগুলোয় রয়েছেন, সব কটি নামী ব্যানারের। দুই নায়িকার অন্তরায় বলতে হিন্দি ভাষার উপরে দখল। সামান্থা নিজেই বলেছিলেন, “হিন্দি ছবির প্রস্তাব আগেও পেয়েছি। কিন্তু ভাষা নিয়ে সড়গড় নই। তাই অনেক সময়ে ‘না’ করে দিয়েছি।” আগামী দিনে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তথা বলিউডে এই দুই দক্ষিণী অভিনেত্রীর জার্নির উপরে নজর থাকবে সিনেপ্রেমীদের, সে কথা বলাই যায়।

Related Articles