Sambad Samakal

hrithik roshan: প্যারিসে ছুটি কাটাতে গিয়ে ফটোগ্রাফার হৃত্বিক

Jul 10, 2022 @ 10:12 pm
hrithik roshan: প্যারিসে ছুটি কাটাতে গিয়ে ফটোগ্রাফার হৃত্বিক

সোমনাথ লাহা

প্যারিসে এখন ছুটি কাটাচ্ছেন বলিউডের ‘গ্রীক গড’ হৃতিক রোশন। তবে একা নন। তাঁর সঙ্গী বান্ধবী সাবা আজাদ। একসঙ্গে ঘুরে বেড়ানোর ফাঁকেই ফটোগ্রাফারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন হৃতিক। বান্ধবী সাবা আজাদের ছবিও তুলে দিয়েছেন তিনি। হৃতিকের তুলে দেওয়া সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে সাবা ক্যাপশনে লিখেছেন, “নট আ সেলফি, নট মাই কফি”।

Related Articles