Sambad Samakal

Arthoplasty Museum: ভারতে প্রথম জয়েন্ট রিপ্লেসমেন্ট মিউজিয়াম!

Jul 10, 2022 @ 12:10 pm
Arthoplasty Museum: ভারতে প্রথম জয়েন্ট রিপ্লেসমেন্ট মিউজিয়াম!

আজকের দিনে হাঁটু, গোড়ালি বা নিতম্ব প্রতিস্থাপন অতিপরিচিত বিষয়। তবে পাঁচ দশক আগেও এই ধরনের সমস্যার জন্য শুধুমাত্র ওষুধের ওপরই নির্ভর করতে হত। ১৯৭২ সালে মুম্বইয়ে প্রথম সফল ভাবে প্রতিস্থাপিত হয়েছিল হিপ জয়েন্ট। সার্জারির জগতে এই অনন্য সাধারণ ঘটনার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ মিউজিয়াম গড়ে উঠল গুজরাটের আহমেদাবাদ শহরে।

ভারতের প্রথম অর্থোপ্লাস্টি বা জয়েন্ট প্রতিস্থাপন মিউজিয়াম এটিই। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগেই এই বিশেষ মিউজিয়াম গড়ে উঠেছে। ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত কীভাবে চিকিৎসা শাস্ত্রের এই বিশেষ ধারাটি ক্রম রুপান্তর ঘটাচ্ছে, সেই তথ্যই তুলে ধরা হয়েছে মিউজিয়ামে। নথিভুক্ত হয়েছে আড়াই লক্ষেরও বেশি জয়েন্ট প্রতিস্থাপনের উদাহরণ।

Related Articles