Sambad Samakal

Autopsy: গর্ভেই মৃত্যু শিশুর! কারণ জানতে এই প্রথম রাজ্যে প্যাথোলজিক্যাল অটোপসি

Jul 10, 2022 @ 6:19 pm
Autopsy: গর্ভেই মৃত্যু শিশুর! কারণ জানতে এই প্রথম রাজ্যে প্যাথোলজিক্যাল অটোপসি

চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি হতে চলেছে রাজ্যে। গর্ভস্থ শিশুর মৃত্যুর কারণ জানতে হতে চলেছে প্রথম প্যাথোলজিক্যাল অটোপসি। কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোমনাথ দাসের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল এই ময়নাতদন্ত করবেন। গর্ভবস্থাতেই শিশু মৃত্যুর ঘটনা আকছার ঘটে। কিন্তু মা মৃত সন্তান প্রসব করলেও, মৃত্যুর কারণ বোঝা যায় না। চিকিৎসা শাস্ত্রের ভাষায় একে বলা হয় ইন্ট্রা ইউটেরিয়ান ফিটাল ডেথ।

মৃত ওই শিশুর প্যাথোলজিক্যাল অটোপসি করলে একমাত্র কারণ সম্পর্কে কিছুটা ধারণা করা যেতে পারে বলে মত চিকিৎসক মহলের একাংশের। জানা গিয়েছে, নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত শিশু প্রসব করার পরে মা ও বাবা সেই দেহ তুলে দিয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে। সোমবার সেই ময়নাতদন্ত করা হলে, আগামী দিনের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে আশা রাজ্যের চিকিৎসক মহলের।

Related Articles