Sambad Samakal

Covid: নন্দীগ্রাম ও বসিরহাটে পজিটিভিটি রেট ১০%! কী তথ্য উঠে এল সেন্টিনাল সার্ভেতে?

Jul 11, 2022 @ 12:26 pm
Covid: নন্দীগ্রাম ও বসিরহাটে পজিটিভিটি রেট ১০%! কী তথ্য উঠে এল সেন্টিনাল সার্ভেতে?

গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাতেও বাড়ছে কোভিডের সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দফতরের পঞ্চম সেন্টিনাল সার্ভেতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! রাজ্যের মোট ৯টি জেলা সহ নন্দীগ্রাম ও বসিরহাট স্বাস্থ্য জেলায় কোভিড পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি। কোনও কোনও জেলায় পজিটিভিটি রেট ২০ শতাংশও ছাড়িয়ে গিয়েছে।

জানা যাচ্ছে, উপসর্গ থাকা রোগীদের তুলনায় উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যাই এই মুহূর্তে রাজ্যে সবথেকে বেশি। বিভিন্ন জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে মোট ১১টি স্থানকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। পৃথক ভাবে হলুদ তালিকাভুক্ত হয়েছে রামপুরহাট স্বাস্থ্য জেলা সহ ৮টি জেলাকে। একমাত্র মুর্শিদাবাদ জেলাতেই পজিটিভিটি রেট ১ শতাংশেরও কম রয়েছে বলে জানা গিয়েছে সেন্টিনাল সার্ভেতে।

Related Articles