Sambad Samakal

Abhishek: বারবার আবেদনেও কাজ হয়নি, দোমহনীতে অভিষেকের সামনে অভিযোগ জানাতেই সমাধান

Jul 12, 2022 @ 5:16 pm
Abhishek: বারবার আবেদনেও কাজ হয়নি, দোমহনীতে অভিষেকের সামনে অভিযোগ জানাতেই সমাধান

জলপাইগুড়িতে জনসভার আগে মঙ্গলবার আচমকাই ধুপগুড়ির দোমহনী বাজারে জন-সংযোগ অভিযানে গিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাতের কাছে পেয়ে দোমহনী বাজারের ব্যবসায়ীরা নিজেদের অভিযোগের কথা তুলে ধরেন। দোমহনী বাজারে একটি পাকা শেড দেওয়া স্থান তৈরি করে দেওয়ার দবি রয়েছে তাদের। বারবার জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে অনুরোধ করেও কোনও কাজ হয়নি বলে সাংসদের সামনে অভিযোগ জানান এলাকার বাসিন্দারা।

আর এই অভিযোগ শুনেই তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকেই জেলা পরিষদের সভাধিপতিকে ফোন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এই কাজ ফেলে রাখা হয়েছে, সেই কথা জানতে চান। এরপরেই কার্যত নির্দেশ দেন, এক থেকে দেড় মাসের মধ্যে যেন এই কাজ সম্পূর্ণ করা হয়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, কাজ করার জন্যই মানুষ তাদের নির্বাচিত করেছে। প্রয়োজনে তিনি আবার এই এলাকায় আসবেন। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের এই ভূমিকায় কার্যত উচ্ছসিত এলাকাবাসী।

Related Articles