Sambad Samakal

Darjeeling: দার্জিলিংয়ের কাছে ২০০ একর জমিতে হবে নতুন শহর, কী জানালেন মুখ্যমন্ত্রী?

Jul 12, 2022 @ 12:16 pm
Darjeeling: দার্জিলিংয়ের কাছে ২০০ একর জমিতে হবে নতুন শহর, কী জানালেন মুখ্যমন্ত্রী?

মঙ্গলবার সকালে জিটিএর শপথগ্রহণ অনুষ্ঠান থেকে দার্জিলিং সহ পাহাড়ের জন্য নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দার্জিলিং সহ পাহাড়ের বেশ কিছু এলাকা ঘিঞ্জি হয়ে গিয়েছে। ফলে নতুন করে মানুষ চাইলেও আসতে পারছেন না। তাই আমরা দার্জিলিংয়ের কাছেই ২০০ একর জমিতে নতুন শহর তৈরি করার পরিকল্পনা করেছি।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “শুধু দার্জিলিং নয়, কালিম্পং ও কার্শিয়াংয়ের কাছেও এই ধরনের নতুন শহর তৈরি করা হবে। যেখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র তৈরি হবে। শপিং মল তৈরি হবে। রাস্তায় যারা হকারি করেন, তাদের যায়গা দেওয়া হবে। জমি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অনিত থাপার সঙ্গে বসে দ্রুতই এই বিষয়ে কাজ শুরু হবে। তবে মিরিক ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায়, বড় নির্মাণ করা যাবেনা। সেখানে ইকো-ট্যুরিজম পার্ক তৈরি হবে।”

Related Articles