Sambad Samakal

Sri Lanka: অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, ফের জারি জরুরি অবস্থা

Jul 13, 2022 @ 12:25 pm
Sri Lanka: অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, ফের জারি জরুরি অবস্থা

রাষ্ট্রপতি গোতাবায় রাজাপক্ষে দেশ ছাড়ার পরেই ফের অগ্নিগর্ভ হয়ে উঠল শ্রীলঙ্কা। গোতাবায়ার পদত্যাগের পরে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে। আর তার পরেই কার্যত ক্ষোভে ফেটে পড়েছে আম জনতা। শ্রীলঙ্কার পরিস্থিতি সামাল দিতে ফের একবার জারি করা হয়েছে জরুরি অবস্থা।

বুধবার সকাল থেকেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাগাতার কাঁদানে গ্যাস ছুঁড়ছে নিরাপত্তা বাহিনী। রাজধানী কলম্বোয় কারফিউ জারি করা হয়েছে। কিন্তু তাতেও সামাল দেওয়া যাচ্ছে না আম জনতার বিক্ষোভ। ফলে ক্রমশই জটিল হচ্ছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি।

Related Articles