Sambad Samakal

Parliament: সংসদে কোন কোন শব্দ ‘নিষিদ্ধ’? প্রকাশিত তালিকা, প্রতিবাদ তৃণমূলের

Jul 14, 2022 @ 4:29 pm
Parliament: সংসদে কোন কোন শব্দ ‘নিষিদ্ধ’? প্রকাশিত তালিকা, প্রতিবাদ তৃণমূলের

আগামী ১৮ জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। আর তার আগে বৃহস্পতিবার সংসদের সচিবালয়ের পক্ষ থেকে একটি ‘নিষিদ্ধ’ শব্দের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, সংসদের ভেতরে ওই তালিকাভুক্ত শব্দগুলি ব্যবহার করতে পারবেন না কোনও সাংসদ। আর এই তালিকার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল সহ বিরোধী দলগুলি। গণতন্ত্রে বাক-স্বাধীনতার কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের সাংসদদের।

এদিন সংসদের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় বলা হয়েছে, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘স্বৈরচারী’, ‘তানাশাহি’, ‘দালাল’, ‘দাঙ্গা’, ‘দাদাগিরি’, ‘জুমলা’ সহ আরও বেশ কিছু শব্দ ব্যবহার করা যাবে না। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সাধারণ বিরোধীরা মোদি সরকারের বিরুদ্ধে এই সমস্ত শব্দবন্ধই ব্যবহার করে থাকে। তাহলে কি সেই বিরোধিতাতে লাগাম পড়াতেই এই সিদ্ধান্ত! প্রশ্ন তুলছেন অনেকে।

তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন সংসদের এই ‘নিষিদ্ধ’ শব্দবন্ধের তালিকা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করে টুইট করেছেন। ডেরেক বলেছেন, “আমি সংসদে মৌলিক শব্দ ব্যবহার করবই। পারলে আমাদের সাসপেন্ড করুক।”

Related Articles