ফের মেট্রোয় মরনঝাঁপ। শুক্রবার সকালে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক প্রৌঢ়। সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনে কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। প্রৌঢ়কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার জেরে অফিস টাইমে আপ ও ডাউন লাইনে বিঘ্নিত মেট্রো পরিষেবা। ভোগান্তির শিকার হন যাত্রীরা। দিনের ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ময়দান থেকে উত্তম কুমার পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল মেট্রো চলাচল।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>