Sambad Samakal

Pollution: দূষণে কলকাতাবাসীর গড় আয়ু কমছে ৫.২ বছর!

Jul 15, 2022 @ 7:11 pm
Pollution: দূষণে কলকাতাবাসীর গড় আয়ু কমছে ৫.২ বছর!

প্রতি ঘনমিটার বায়ুতে দূষক বা পার্টিকুলেট ম্যাটারের নিরাপদ পরিমাণ হচ্ছে ৫ মাইক্রোগ্রাম। আর শহর কলকাতায় গড়ে সেই পিএম ২.৫-এর মাত্রা দাঁড়িয়েছে ৫৮.২ মাইক্রোগ্রাম। আর সেই কারণেই কলকাতার বাসিন্দাদের গড় আয়ু কমছে ৫.২ বছর। সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

এই রিপোর্ট অনুযায়ী, সার্বিক ভাবে পশ্শিমবঙ্গের বায়ুতে গড় দূষকের পরিমাণ ৬৫.৪ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে। যা যথেষ্টই উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের। এই দূষণ নিয়ন্ত্রণে আনতে না পারলে যে সমূহ বিপদ অপেক্ষা করছে পরবর্তী প্রজন্মের জন্য তা বলাই যায়। তাই আগেভাগেই সতর্ক করছেন বিজ্ঞানীরাও।

Related Articles