Sambad Samakal

Weather: কবে বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা?

Jul 15, 2022 @ 9:50 am
Weather: কবে বৃষ্টিতে ভাসবে  তিলোত্তমা?

উত্তরবঙ্গের পাঁচ জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। যদিও দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের কোনও সম্ভাবনাই নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ কিছু জেলায়। তবে পুরুলিয়া ,বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ,ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে বৃষ্টিপাত বাড়বে। এদিকে ওডিশার উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যদিও এর কোনও সরাসরি প্রভাব বঙ্গে পড়বে না বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা। তবে ১৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি এবং এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপক্ষিক আর্দ্রতার আধিক্য থাকায় অস্বস্তি বাড়বে।

Related Articles