Sambad Samakal

Titumir: “অপরাজিত” জিতু এবার তিতুমীরের ভূমিকায়

Jul 16, 2022 @ 9:57 pm
Titumir: “অপরাজিত” জিতু এবার তিতুমীরের ভূমিকায়

সোমনাথ লাহা

কয়েকদিন আগে পর্যন্ত সত্যজিৎ রায়ের ছায়ায় দেখা যাচ্ছিল জিতু কমলকে। সম্প্রতি সে চেহারা বদলে ফেলেছেন অভিনেতা। চুল বড় রাখার পাশাপাশি গালেও দাড়ি রাখতে শুরু করেছেন। কারণ তাঁর নতুন ছবি। পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘তিতুমীর’-এ নামভূমিকায় রয়েছেন জিতু। জোরকদমে হোমওয়ার্ক চালানোর পাশাপাশি উল্টাচ্ছেন ইতিহাসের পাতা। কিন্তু এক চরিত্রের খোলস থেকে নতুন চরিত্রের জন্য তৈরি হতে কতটা আত্মবিশ্বাসী অভিনেতা! জিতুর কথায়, “তিতুমীর ইতিহাসের একটি উজ্জ্বল চরিত্র। তাঁর তৈরি ‘বাঁশের কেল্লা’র কথা তো সকলেরই জানা। তবে আরও গভীরে গিয়ে জানার চেষ্টা করছি। আর যত পড়ছি, ততই আগ্রহ বাড়ছে।। তা ছাড়া অভিনেতাদের জীবনে চরিত্রবদল তো ঘটবেই।” নতুন ছবির জন্য মনে মনে তৈরি হ‌ওয়ার পাশাপাশি এর‌ই মধ্যে তিনবার ব্র্যাড পিটের ‘ট্রয়’ দেখে ফেলেছেন তিনি। সূত্রের খবর, ‘ট্রিপল আর’-এর মতো বড় স্কেলে তৈরি করতে চলেছেন দেবাদিত্য। সাহায্য নেওয়া হবে ভিএফএক্সের। সলমন খানের ‘কিক’ ছবির ফাইটমাস্টারকেও যোগাযোগ করা হয়েছে অ্যাকশন দৃশ্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য।

চরিত্রের জন্য তৈরি হতে একদিকে যেমন চেহারা নিয়ে কাজ করছেন, তেমন লাঠিচালনা ও ঘোড়সওয়ারির প্রশিক্ষণও নেবেন জিতু। তরোয়াল চালনা‌ও শিখতে হবে অভিনেতাকে। সেই কারণে কদিন পরেই পুরুলিয়ায় যাবেন অভিনেতা, প্রশিক্ষণ নেওয়ার জন্য। ঘোড়সওয়ারির অভিজ্ঞতা অবশ্য আগেই রয়েছে তাঁর। তরুণ মজুমদারের ‘দুর্গেশনন্দিনী’তে একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল জিতুর।সেটা আর করা হয়ে ওঠেনি তাঁর। সেই চরিত্রটার জন্য‌ই ঘোড়সওয়ারি শিখেছিলেন অভিনেতা। তবে আবার ভালো করে শিখতে চান তিনি। ছবির কাহিনি নির্মাণের জন্য যাবতীয় রিসার্চওয়ার্কের কাজটি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পৃথ্বীরাজ দে। ছবির চিত্রনাট্য লিখছেন পুলক দাস ও পরিচালক স্বয়ং। ছবির বিষয় হিসেবে তিতুমীরকে বাছাই করার কারণ জানাতে গিয়ে দেবাদিত্য বলেন, “আমি খুব কম বয়স থেকেই উৎপল দত্তের নাটকের ভক্ত। ওঁর ‘তিতুমীর’ নাটকটা পড়ার পর থেকেই তাঁকে জানার আগ্রহ আরও বাড়তে থাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সরাসরি লড়াই করেছিলেন তিতুমীর। এমন একটা চরিত্রকে কেন্দ্রে রেখে ছবি তৈরির ইচ্ছে তো ছিলই। গল্প ও চিত্রনাট্যের কাজও শুরু করেছি অনেক বছর ধরে। ‘অপরাজিত’ ছবিটা হওয়ার পরে জিতুকে দেখে মনে হল ওকে কাস্ট করা যায়। তবে ওর লুকসটা ভাঙার জন্য চিন্তাভাবনা চলছে। দাড়ি তো রাখবে। তার সঙ্গে সামান্য প্রস্থেটিক্সের সাহায্যও নেব।” ছবিতে মেক‌আপের দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী রামচন্দ্র রজক। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর থেকে শুরু হবে এই ছবির শুটিং। শুটিং হবে বোলপুরের কিছু জায়গায় ও ওড়িশার বালেশ্বরে। তিতুমীরের মক্কা-যাত্রার বর্ণনাও তুলে ধরা হবে ছবিতে। তবে দেশের মধ্যেই হবে সেই অংশের শুটিং। ছবিতে দুটি বিশেষ চরিত্রে জিম সরভ ও আশিস বিদ্যার্থীকে নেওয়ার কথাবার্তা চলছে। শোনা যাচ্ছে, একজন ব্রিটিশ অফিসারের চরিত্রে জিম ও জমিদারের চরিত্রে দেখা যেতে পারে আশিসকে। তবে এখনও পর্যন্ত সেটি চূড়ান্ত হয়নি। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শুভজিৎ মন্ডল। নিবেদনে ফিরদৌসুল হাসান।

Related Articles