Sambad Samakal

Price Hike: সোমবার থেকে আরও দামি হচ্ছে আটা, পনির, দই! বাড়ছে কালি, চেক বইয়ের খরচ

Jul 17, 2022 @ 6:05 pm
Price Hike: সোমবার থেকে আরও দামি হচ্ছে আটা, পনির, দই! বাড়ছে কালি, চেক বইয়ের খরচ

সোমবার থেকে আরও দামি হচ্ছে আটা, পনির, দইয়ের মত নিত্য ব্যবহার্য সামগ্রী। এমনকি খরচ বাড়তে চলেছে হাসপাতালের বেডেরও। নয়া জিএসটি নিয়মের আওতায় আগামীকাল থেকেই আরও বোঝা বাড়ছে সাধারণ মানুষের ঘাড়ে। প্যাকেটজাত যেকোনও খাবারের ওপর বসছে ৫ শতাংশ পণ্য পরিষেবা কর। ৫ হাজার টাকার ওপরে হাসপাতালের শয্যার ভাড়া হলে দিতে হবে ৫ শতাংশ পণ্য পরিষেবা কর।

অন্যদিকে, মানচিত্র, চার্টের ওপর বসছে ১২ শতাংশ কর। ১৮ শতাংশ কর বসছে টেট্রা প্যাক ও ব্যাঙ্কের চেকবইয়ের ওপরে। ১ হাজার টাকার ওপরে হোটলের ঘর ভাড়া করলে দিতে হবে ১২ শতাংশ পণ্য পরিষেবা কর। ছাপা ও লেখার কালি, এলইডি ল্যাম্প, কাগজ কাটার, আঁকার সরঞ্জামের ওপরেও ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। জল গরম করার হিটারের ওপর করের পরিমাণ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হচ্ছে।

রাস্তা, মেট্রো, সেতু, শ্মশান, রেল মেরামতের কাজের চুক্তির ওপরেও পণ্য পরিষেবা কর ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ হচ্ছে সোমবার থেকেই। ওয়াকিবহাল মহলের মতে, এর ফলে সমস্ত পণ্যেরই মূল্যবৃদ্ধি হবে। যার সরাসরি প্রভাব এসে পড়বে আম জনতার পকেটে।

Related Articles