Sambad Samakal

Bus Accident: রেলিং ভেঙে নদীতে যাত্রীবোঝাই বাস, মৃত কমপক্ষে ১৩

Jul 18, 2022 @ 1:54 pm
Bus Accident: রেলিং ভেঙে নদীতে যাত্রীবোঝাই বাস, মৃত কমপক্ষে ১৩

নদীতে যাত্রীবোঝাই বাস উল্টে মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। মধ্যপ্রদেশের ধার জেলার খালঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মধ্যপ্রদেশে নর্মদা নদীতে পড়ে গেল যাত্রিবোঝাই বাস। দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ে যায় বাসটি। পুলিশ সূত্রে খবর, ওই বাসে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকাজ চলছে।

জানা গিয়েছে, আগরা-মুম্বই হাইওয়ে ধরে ইনদোর থেকে পুণে যাচ্ছিল মহারাষ্ট্র সরকারের একটি বাস। সঞ্জয় সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় রাস্তা পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। এরপরই সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায়।

ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। টুইটারে তিনি লিখেছেন, ‘দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল। খারগন, ধার জেলার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

Related Articles