Sambad Samakal

Mahanayak Award: মহানায়ক সন্মান প্রাপ্তির দৌড়ে এগিয়ে রয়েছেন কারা!

Jul 20, 2022 @ 5:59 am
Mahanayak Award: মহানায়ক সন্মান প্রাপ্তির দৌড়ে এগিয়ে রয়েছেন কারা!

সোমনাথ লাহা

২৪ জুলাই উত্তমকুমারের প্রয়াণ দিবস উপলক্ষে টলিউডের কৃতী শিল্পী এবং কলাকুশলীদের সম্মান জানাতে রাজ্য সরকারের তরফে মহানায়ক সম্মানের আয়োজন করা হয়ে থাকে। ২০১২ থেকেই এই মহানায়ক সম্মান প্রদান চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়া ক্ষমতায় আসার পর থেকেই, অর্থাৎ গত ২০১১ থেকে সরকারের পক্ষ থেকে বঙ্গ সম্মান প্রদানও শুরু করা হয়েছে। এবছরের মহানায়ক সম্মান পেতে পারেন রাজনীতিক-অভিনেতা সোহম চক্রবর্তী এবং নুসরত জাহান। অন্যদিকে, বঙ্গভূষণ সম্মান প্রাপকদের সম্ভাব্য তালিকায় শোনা যাচ্ছে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, কুমার শানু, অভিজিৎ জিং গঙ্গোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তীর মতো সঙ্গীতশিল্পীদের নাম। প্রস্তাবিত তালিকায় রয়েছে অভিনেতা-সাংসদ দেব এবং ধারাবাহিক নির্মাতা তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের নামও। সৃজিত মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী হালদারের মতোটলিউডের পরিচালক-অভিনেতারাও রয়েছেন সেই তালিকায়। আগামী ২৫ জুলাই রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্পীদের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে বলে খবর।

Related Articles