বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদি-অমিত শাহরা দুশোর বেশি আসন পাবেন বলে দাবি করেছিলেন। কিন্তু ২০১৬ সালের থেকেও বেশি, ২১৪ টি আসন পেয়ে ফের সরকারে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল সরকার। সেকথা মনে করিয়ে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “মোদি-শাহর অশ্বমেধের ঘোড়া মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আটকেই দেননি, বেঁধে রেখেছেন বাংলায়। তা চলতে পারছে না। মুখ থুবড়ে পড়েছে।”

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>