নেতা নয়, কোনও পদাধিকারী নয়, দলের সাধারণ কর্মী হয়েই থাকতে চান। ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এমনটাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথায় তখন অঝোরে ঝরে পড়ছে বৃষ্টিধারা। বৃষ্টিস্নাত অভিষেক বলেন, “তৃণমূল কংগ্রেসে নেতার থেকে সাধারণ কর্মীদের মান-সম্মান অনেক বেশি।” কারণ ব্যাখ্যা করে অভিযেক বলেন, “আমি যেদিন সাংসদ থাকব না, সেদিন আপনারা আমাকে বলবেন প্রাক্তন সাংসদ। যেদিন কেউ সভাপতি থাকবে না, আপনারা বলবেন প্রাক্তন সভাপতি, যেদিন কেউ বিধায়ক থাকবে না, বলবেন প্রাক্তন বিধায়ক। এখন যিনি জেলা পরিষদ সদস্য, পরেরবার টিকিট না পেলে বললেন প্রাক্তন জেল পরিষদ সদস্য। আজ যিনি জেলা সভাপতি, কাল তিনি এই পদে না থাকলে বললেন প্রাক্তন জেলা সভাপতি। কিন্তু কর্মীরা কখনও প্রাক্তন হন না।” দলীয় কর্মী-সমর্থকদের কাছে তাই তাঁর অনুরোধ, “আমরা যাঁরা মঞ্চে আছি, আমাদের কারও জন্য হাততালি দেবেন না, এর চেয়ে অনেক বেশি হাততালি আপনাদের প্রাপ্য। কর্মীরাই তৃণমূল কংগ্রেসের সম্পদ।” অভিষেক বলেন, “মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের এক নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়, আর দুই থেকে একশো সবাই কর্মী।”

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>