Sambad Samakal

Firhad: আদিবাসী উন্নয়ন দেখতে হলে মমতার বাংলায় আসতে হবে, দাবি ফিরহাদের

Jul 21, 2022 @ 5:21 pm
Firhad: আদিবাসী উন্নয়ন দেখতে হলে মমতার বাংলায় আসতে হবে, দাবি ফিরহাদের

আদিবাসী উন্নয়ন দেখতে হলে মমতার বাংলায় আসতে হবে। বৃহস্পতিবার ধর্মতলার শহিদ সমাবেশের মঞ্চ থেকে এমনটাই দাবি করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, “আদিবাসীদের আবেগ নিয়ে খেলছে বিজেপি।” রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের পক্ষ থেকে আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করা প্রসঙ্গে কটাক্ষ ছুড়ে ফিরহাদ বলেন, “পরিবারের একজনকে পায়েস দিচ্ছ, আর পরিবারের বাকি সদস্য না খেয়ে মরছে, তাতে ওই পরিবারের উপকার হয় না। আদিবাসী উন্নয়ন, পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন দেখতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এসো। যেখানে জঙ্গলমহলের উন্নয়ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন, আদিবাসী উন্নয়ন কাকে বলে। সমগ্র বাংলার উন্নয়ন করে বাংলাকে আজ এমন জায়গায় দাঁড় করিয়েছেন, যেখানে আমরা সগর্বে বলতে পারি, সকল দেশের রানি সে যে আমার বঙ্গভূমি।”

Related Articles