Sambad Samakal

Mamata: ভোট ফর রিজেকশন! চব্বিশের নির্বাচন নিয়ে কেন একথা বললেন মমতা?

Jul 21, 2022 @ 3:38 pm
Mamata: ভোট ফর রিজেকশন! চব্বিশের নির্বাচন নিয়ে কেন একথা বললেন মমতা?

চব্বিশের লোকসভা ভোট আদতে সরকার নির্বাচনের নয়, সরকার বাতিলের ভোট। ২১ জুলাইয়ের শহিদ স্মরণের সমাবেশ থেকে বাংলা তথা গোটা দেশে দলের কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষের উদ্দেশে এমনটাই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রান্নার গ্যাস সহ পেট্রোল-ডিজেলের ক্রমাগত লাগামছাড়া দাম বৃদ্ধি থেকে শুরু করে মুড়ি, চিরে, দুধ, দই, মিষ্টিতেও জিএসটি বসানোর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি। ১০০ দিনের কাজে বাংলাকে কেন্দ্র টাকা দিচ্ছে না বলেও অভিযোগ আনেন। তাঁর অভিযোগ, বিজেপি সব রাজ্যে সরকার ভাঙছে। বাংলাতেও সরকার ভাঙতে চায় বিজেপি। এরপরই মমতার কড়া হুঁশিয়ারি, “বাংলায় সরকার ভাঙার চেষ্টা করো না, সফল হবে না।” মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী স্লোগান তোলেন, “দেশ ভাঙার সরকার, আর নেই দরকার।” তাঁর আহ্বান, “২৪শে বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো।” মমতা বলেন, আগামী লোকসভা ভোটে শুধু বাংলা থেকে নয়, অসম, ত্রিপুরা, মেঘালয়, গোয়া সহ সারা দেশের বিভিন্ন রাজ্য থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতাতে হবে। কেন্দ্রের মসনদ থেকে ছুড়ে ফেলতে হবে বিজেপিকে। তাঁর কথায়, “ভোট ফর টুয়েন্টি ফোর, ইজ নট ভোট ফর ইলেকশন, ইট ইজ দ্য ভোট ফর রিজেকশন।”

Related Articles