Sambad Samakal

Partha Chatterjee: দু’দিনের ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়, আরও তথ্য চান তদন্তকারীরা

Jul 23, 2022 @ 5:48 pm
Partha Chatterjee: দু’দিনের ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়, আরও তথ্য চান তদন্তকারীরা

ব্যাঙ্কশাল আদালতের বিশেষ ইডি আদালত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। আপাতত দু’দিনের ইডি হেফাজত মঞ্জুর করেছেন বিচারপতি। সোমবার ফের আদালতে তোলা হবে তাঁকে। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তাঁর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানোর দাবি তুললেও, তা খারিজ করে দেন বিচারক।

ইডির তদন্তকারী অর্পিতা মুখার্জি ও পার্থ চট্টোপাধ্যায়ের কল রেকর্ড জমা দেন আদালতে। ইডির আইনজীবী বলেন, এই বিপুল পরিমাণে টাকার উৎস খুঁজে বের করতে পার্থ চট্টোপাধ্যায়কে আরও জেরা করার প্রয়োজন রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা জানিয়েছেন, শুনানির পরে কার্যত ভেঙে পড়েছেন তিনি। ব্যাঙ্কশাল আদালত থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির সদর দফতরে নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

Related Articles