Sambad Samakal

Partha-Mamata: ইডির কাছে কেন মুখ্যমন্ত্রীর নাম করলেন পার্থ?

Jul 24, 2022 @ 6:25 pm
Partha-Mamata: ইডির কাছে কেন মুখ্যমন্ত্রীর নাম করলেন পার্থ?

ইডির কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম করেছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমন তথ্য সামনে আসতেই প্রবল অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, গ্রেফতার হওয়ার সময় অ্যারেস্ট মেমোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ফোন নম্বর উল্লেখ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজনৈতিক মহলে গুঞ্জন, দল তথা মন্ত্রিসভার অন্যতম সদস্যের গ্রেফতারির পর ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে যোগাযোগ না করার কারণ সম্ভবত এটাই।

সূত্রের খবর, হেফাজতে থাকা অবস্থায় তিনি কার সঙ্গে যোগাযোগ করতে চান, ইডি অফিসাররা সেটা জানতে চাইলে পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নাম ও নম্বর দিয়ে দেন। আর পার্থর এই ভূমিকাতেই ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। এমনকী, শনিবার গ্রেপ্তার হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বলেন, ”নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। পারিনি।” সূত্রের দাবি, এই ঘটনাও অস্বস্তি বাড়িয়েছে নেত্রী তথা দলের। তবে এপ্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এই ধরনের তল্লাশির ক্ষেত্রে এজেন্সির লোকজন শুরুতেই ফোন নিয়ে নেন। তাই পার্থদা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।” এর মধ্যেই আবার অ্যারেস্ট মেমোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ার ঘটনা সামনে আসে। যা তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়েছে। তবে নেত্রী তথা মুখ্যমন্ত্রী সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ না করলেও দলের তরফে পার্থর পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। স্পষ্টই জানানো হয়েছে, আদালতের ওপর আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস। তবে তদন্তে দোষী প্রমনিত না হওয়া পর্যন্ত দলের মহাসচিব পদ থেকে পার্থকে সরানো হচ্ছে না। এমনকী, আপাতত রাজ্য মন্ত্রিসভাতেও করা হচ্ছে না কোনও রদবদল।

Related Articles