Sambad Samakal

Bollywood: পবন ওয়াদেয়ারের ছবিতে পরমব্রত-দর্শনা

Jul 25, 2022 @ 1:08 am
Bollywood: পবন ওয়াদেয়ারের ছবিতে পরমব্রত-দর্শনা

সোমনাথ লাহা

কন্নড় ছবির জনপ্রিয় পরিচালক পবন ওয়াদেয়ার হিন্দি ছবি তথা বলিউডে ডেবিউ করতে চলেছেন ইতিমধ্যেই তা মিডিয়ার সৌজন্যে জেনে ফেলেছেন অনেকেই। সেই ছবিতেই দেখা যাবে টলিউডের দুই শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায় ও দর্শনা বণিককে। সূত্রের খবর, ছবিতে পরমব্রতর বোনের চরিত্রে দেখা যাবে দর্শনাকে। ছবিতে পরমব্রতর স্ত্রীর ভূমিকায় রয়েছেন গীতা বসরা। প্রসঙ্গত, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পবন ওয়াদেয়ার বেশ বড় নাম। ইতিমধ্যে যশ ও কৃতি খরবান্দাকে নিয়ে তিনি ‘গুগলি’র মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন। এছাড়া পুনীত রাজকুমারকে নিয়ে ‘রানা বিক্রম’-এর মতো মেগা ব্লকবাস্টার ছবিও রয়েছে তাঁর ঝুলিতে।

Related Articles