সোমবার সাত সকালে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৮ জন যাত্রীর। আশঙ্কাজনক অবস্থায় আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, এদিন সকালে বিহার থেকে দিল্লির দিকে যাচ্ছিল দুটি বেসরকারি বাস।
লখনউ থেকে অন্তত ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলায় বাস দুটির মুখোমখি সংঘৰ্ষ হয়। যার জেরে প্রাণ গিয়েছে ৮ জনের। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গত ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।