Sambad Samakal

Arpita Mukherjee: বেআইনি নির্মাণ, কর ফাঁকি! অর্পিতার ‘ইচ্ছে’ বাড়ির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ফিরহাদের

Jul 30, 2022 @ 4:33 pm
Arpita Mukherjee: বেআইনি নির্মাণ, কর ফাঁকি! অর্পিতার ‘ইচ্ছে’ বাড়ির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ফিরহাদের

কসবায় ৯৫ নম্বর রাজডাঙা মেইন রোডের ওপরে অর্পিতা মুখার্জির বাড়ি ‘ইচ্ছে’র বিরুদ্ধে এবার সরাসরি তদন্তের নির্দেশ দিলেন কলকাতার মেয়র তথা কেএমডিএর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। অভিযোগ, সম্পূর্ণ বেআইনি ভাবে ওই বাড়িটি নির্মাণ করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণে পুর-কর ফাঁকি দিয়ে বাণিজ্যিক ভাবে ‘ইচ্ছে’ বাড়িটিকে ব্যবহার করা হচ্ছিল।

অভিযোগ, ১০ ও ১২ নম্বর প্লট দু’টি পুরসভার রেকর্ডে ফাঁকা জমি হিসেবে উল্লেখ করা রয়েছে। যদিও ওই প্লটেই বহুতল বাড়ি তৈরি করে ফেলা হয়েছে। সাধারণ বাড়ি হিসেবে ট্যাক্স দেওয়া হলেও, আসলে বাণিজ্যিক স্বার্থেই গোটা বাড়িটি ব্যবহার করা হত। ফলে এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্যই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, তদন্তে আইনবিরুদ্ধ বলে প্রমাণিত হলে বাড়ি সহ গোটা জমিটিই কেএমডিএর পক্ষ থেকে অধিগ্রহণ করা হবে।

Related Articles