Sambad Samakal

Anubrata: অনুব্রতর গাড়িতে লালবাতি, ৫০০ টাকা জরিমানাতেই দায়িত্ব শেষ! ক্ষুব্ধ হাইকোর্ট

Aug 1, 2022 @ 6:08 pm
Anubrata: অনুব্রতর গাড়িতে লালবাতি, ৫০০ টাকা জরিমানাতেই দায়িত্ব শেষ! ক্ষুব্ধ হাইকোর্ট

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আর সোমবার সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ক্ষোভের মুখে পড়ল রাজ্য সরকার। একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি হিসেবে অনুব্রত লালবাতি লাগানো গাড়ি কীভাবে ব্যবহার করলেন, সেই নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি।

এই বিষয়ে রাজ্যের পক্ষ থেকে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই বিষয়টি এদিন রিপোর্ট আকারে হাইকোর্টে জমা দেওয়া হয়। সেই রিপোর্টে বলা হয়, রাজ্যের পরিবহন দফতর ওই লালবাতি খুলে নিয়েছে ও ৫০০ টাকা জরিমানা করেছে। এই বিষয়টি শুনেই চরম ক্ষোভপ্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, এতেই রাজ্য সরকারের দায়িত্ব শেষ হয়ে গেল। এক জন নিয়মবিরুদ্ধ ভাবে লালবাতি ব্যবহার করে রাজ্যজুড়ে ঘুরে বেড়ালেন, আর পুলিশ কোনও ব্যবস্থাই নিলনা!

এরপরেই কতটা মোটা কাচ গাড়িতে ব্যবহার করা যায় ও সেই কাচের ওপরে আদৌ কালো ফিল্টার লাগানো যায় কিনা, সেই বিষয়ে মঙ্গলবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

Related Articles