Sambad Samakal

Bollywood: শাহরুখের ‘জ‌ওয়ান’-র হাত ধরে বলিউডে পা রেখে আপ্লুত অনিরুদ্ধ

Aug 1, 2022 @ 2:37 am
Bollywood: শাহরুখের ‘জ‌ওয়ান’-র হাত ধরে বলিউডে পা রেখে আপ্লুত অনিরুদ্ধ

সোমনাথ লাহা

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জওয়ান’-এ সংগীত দিয়ে বলিপাড়ায় পা রাখতে চলেছেন তামিলের প্রথম সারির সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। এই ছবিতে কাজ করতে পেরে রীতিমতো আপ্লুত অনিরুদ্ধ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “শাহরুখ স্যারের ছবি দেখে বড় হয়েছি। ওনার বড় ফ্যান আমি। ওঁর ছবিতে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো। ওঁর সঙ্গে দেখাও হয়েছে। এই ছবির মাধ্যমে আমার শ্রোতাদের পরিধি আরও বিস্তৃত হবে।” প্রসঙ্গত অ্যাটলি কুমারের পরিচালনায় এই ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন নয়নতারা ও বিজয় সেতুপতি।

Related Articles