Sambad Samakal

Mamata: রাজ্যে নতুন ৭ জেলা, নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, জানুন বিস্তারিত

Aug 1, 2022 @ 1:26 pm
Mamata: রাজ্যে নতুন ৭ জেলা, নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, জানুন বিস্তারিত

দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে রাজ্যে আরও নতুন ৭টি জেলা তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে নতুন জেলাগুলির নাম ও এলাকার বিষয়ে তথ্য জানিয়েছেন মমতা। পশ্চিমবঙ্গে নতুন করে যে ৭টি জেলা তৈরি হচ্ছে সেগুলি হল–

১) সুন্দরবন জেলা (দক্ষিণ চব্বিশ পরগনা)
২) ইছামতি (উত্তর চব্বিশ পরগনা)
৩) বসিরহাট (উত্তর চব্বিশ পরগনা)
৪) রাণাঘাট (নদীয়া)
৫) বিষ্ণুপুর (বাঁকুড়া)
৬) বহরমপুর (মুর্শিদাবাদ)
৭) কান্দি (মুর্শিদাবাদ)

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইছামতি নদীর তীরে অবস্থিত বনগাঁ সাবডিভিশন এলাকা নিয়ে স্থানীয় নদীর নামেই জেলার নামকরণ ‘ইছামতি’ করা হয়েছে। বসিরহাট জেলার নামকরণ আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে। মমতা বলেন, “আগামী ৬ মাসের মধ্যে এই নতুন সাতটি জেলা তৈরি হয়ে যাবে। প্রশাসনিক কাজ সম্পন্ন করতে যেটুকু সময় লাগে, সেটাই লাগবে।”

Related Articles