Sambad Samakal

GST: জুলাই মাসে ২৮ শতাংশ বাড়ল জিএসটি আদায়ের পরিমাণ: অর্থ মন্ত্রক

Aug 1, 2022 @ 12:56 pm
GST: জুলাই মাসে ২৮ শতাংশ বাড়ল জিএসটি আদায়ের পরিমাণ: অর্থ মন্ত্রক

দুধ, পনীর, দই, প্যাকেটজাত মুড়ি সহ একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের ওপরে জিএসটি আরোপ করেছে কেন্দ্র। আর তার জেরেই চলতি বছরের জুলাই মাসে প্রায় ২৮ শতাংশ বাড়ল জিএসটি আদায়ের পরিমাণ! সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

অর্থ মন্ত্রক জানিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরে জিএসটি আদায়ের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র জুলাই মাসেই ১ লক্ষ ৪৮ হাজার ৯৯৫ কোটি টাকা জিএসটি বাবদ আয় হয়েছে। এখনও পর্যন্ত এই অর্থই দ্বিতীয় সর্বোচ্চ আদায় হওয়া জিএসটির পরিমাণ। যদিও অর্থনীতিবিদদের একাংশের মতে, দেশে জিএসটি আদায়ের পরিমাণ বাড়লেও অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা কম। কারণ বেকার সমস্যা সমাধান করে সাধারণ নাগরিকদের আয় বৃদ্ধি করে ক্রয় ক্ষমতা না বাড়াতে পারলে অর্থনীতির চাকা ঘোরানো সম্ভব নয়।

Related Articles