Sambad Samakal

Opposition Parties: সুপ্রিম রায়ে ইডির ক্ষমতাবৃদ্ধি নিয়ে ‘গভীর আশঙ্কা’, বিবৃতি বিরোধীদের

Aug 3, 2022 @ 5:22 pm
Opposition Parties: সুপ্রিম রায়ে ইডির ক্ষমতাবৃদ্ধি নিয়ে ‘গভীর আশঙ্কা’, বিবৃতি বিরোধীদের

বেআইনি অর্থ পাচার ও লেনদেন সংক্রান্ত অভিযোগের তদন্তে পিএমএলএ আইনে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে যে কোন স্থানে তল্লাশি, প্রয়োজনে গ্রেফতারির অনুমতি দিয়েছে দেশের সুপ্রিমকোর্ট। আর সেই রায় প্রসঙ্গেই ‘গভীর আশঙ্কা’ প্রকাশ করে বুধবার বিবৃতি দিল দেশের ১৭টি বিরোধী দল। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম, ডিএমকে, আপ, আরজেডি, টিআরএস, আরজেডি সহ মোট ১৭টি দলের নেতারা এই বিবৃতিতে সাক্ষর করেছেন।

বিরোধীদের আশঙ্কা, ইডির হাতে এই বিপুল ক্ষমতার রাজনৈতিক অপব্যবহার হতে পারে। লিখিত বিবৃতিতে বলা হয়েছে, “শীর্ষ আদালতের প্রতি সম্মান জানিয়েই আমরা জানাচ্ছি, বৃহত্তর বেঞ্চের রায়ের জন্য অপেক্ষা করে তারপর অর্থপাচার মামলা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এই রায়ের সুদূরপ্রসারী ফল রয়েছে। তবে আমরা আশাবাদী, খুব বেশি দিন এই রায় কার্যকর থাকবে না।”

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, মোদি সরকারের আমলে বিরোধী শাসিত রাজ্যগুলিতে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা দেখা গিয়েছে। সুপ্রিম রায়ের ফলে রাজনৈতিক উদ্দেশে সেই তৎপরতা আগামী দিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিরোধীরা।

Related Articles