Sambad Samakal

Covid: উধাও স্বস্তি, ফের উর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ

Aug 5, 2022 @ 2:19 pm
Covid: উধাও স্বস্তি, ফের উর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ

মাঝে দিন দু’য়েক নিম্নমুখী করোনা গ্রাফে স্বস্তি মিললেও, উদ্বেগ বাড়িয়ে ফের উর্ধ্বমুখী দেশের করোনা পরিসংখ্যান। বৃহস্পতিবার থেকেই ফের দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। শুক্রবার সংখ্যাটা ২০ হাজার পেরিয়ে গেল। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫১ জন। ফলে দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৪৮৮ জন। শেষ একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৭০ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৬০০। খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৫ হাজার ৩৬৪ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।

Related Articles