Sambad Samakal

Horse: ঘোড়ার ‘অলৌকিক’ ঢুঁসোয় ফিরে এল দৃষ্টিশক্তি!

Aug 5, 2022 @ 1:31 am
Horse: ঘোড়ার ‘অলৌকিক’ ঢুঁসোয় ফিরে এল দৃষ্টিশক্তি!

১৯৪২ সালের কথা। বিশ্বযুদ্ধের ময়দানে লড়তে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন ৬৪ বছরের প্রাক্তন সেনানী ডন কারকো। একাধিক অস্ত্রোপচার করে চোখ থেকে লোহার টুকরো বের করার পরেও ফিরে আসেনি দৃষ্টিশক্তি। এর প্রায় দু’দশক পরে অলৌকিক ভাবে দৃষ্টিশক্তি ফিরে পান ওই ব্যক্তি। সৌজন্যে তাঁর পোষ্য ঘোড়া ‘চিমো’।

৮২ বছর বয়সী ডন নিজের পোষ্য ঘোড়া ‘চিমো’র গলায় লাগাম পড়াচ্ছিলেন। হঠাৎ নিজেকে মুক্ত করার জন্য আচমকা টান দেয় ‘চিমো’। সজোরে তার মাথা ঠুকে যায় ডনের ডান দিকের চোখে। অবাক করার মতো বিষয় হল, সেই রাত থেকেই ফিরে আসে ডনের সম্পূর্ণ দৃষ্টিশক্তি! এই ঘটনার পরে রীতিমতো গবেষণায় নেমেছিলেন মার্কিন চিকিৎসকরা। কিন্তু আজ পর্যন্ত সমাধান করা যায়নি সেই রহস্যের।

Related Articles