Sambad Samakal

Seikh Kamal: শেখ কামাল ছিলেন মুক্তবুদ্ধি চর্চার অন্যতম কারিগর: কলকাতায় বঙ্গবন্ধুর জেষ্ঠপুত্রর জন্মবার্ষিকীতে আন্দালিব ইলিয়াস

Aug 5, 2022 @ 10:06 pm
Seikh Kamal: শেখ কামাল ছিলেন মুক্তবুদ্ধি চর্চার অন্যতম কারিগর: কলকাতায় বঙ্গবন্ধুর জেষ্ঠপুত্রর জন্মবার্ষিকীতে আন্দালিব ইলিয়াস

শেখ কামাল ছিলেন মুক্তবুদ্ধি চর্চার অন্যতম কারিগর। শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে বঙ্গবন্ধুর জেষ্ঠপুত্রর ৭৩তম জন্মবার্ষিকীতে স্মৃতিচারণ করে বললেন বাংলাদেশের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস। তিনি বলেন, সদ্য স্বাধীন দেশে প্রগতিশীল নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন শেখ কামাল। ছিলেন মার্জিত, বিনয়ী।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামনে থেকে লড়াই করেছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জেষ্ঠপুত্র শেখ কামাল। এদিন উপদূতাবাসের ‘বাংলাদেশ গ্যালারি’তে আয়োজিত অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ দাশগুপ্ত বলেন, শেখ কামাল আমাদের কাছে হয়ে উঠেছিলেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে তারুণ্যের প্রতীক। মানুষকে আপন করে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম, কোর্সমেট মেজর ওয়াকার হাসান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।

Related Articles