Sambad Samakal

Taiwan China: ফের যুদ্ধের ভ্রুকুটি! তাইওয়ানের বিরুদ্ধে আক্রমনাত্মক চিন

Aug 6, 2022 @ 12:20 pm
Taiwan China: ফের যুদ্ধের ভ্রুকুটি! তাইওয়ানের বিরুদ্ধে আক্রমনাত্মক চিন

মার্কিন সেনেটের স্পিকারের সফরকে কেন্দ্র করে ফের একবার সম্মুখসমরে চিন ও তাইওয়ান। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে ফের একটি যুদ্ধের ভ্রুকুটি দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, পূর্ব চিন সাগরে তাইওয়ানকে ঘিরে রেখেছে অন্তত ১৩টি চিনা যুদ্ধজাহাজ। তাইওয়ানের নৌঘাঁটি ও বন্দরগুলিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

অন্যদিকে আকাশপথে তাইওয়ানের ওপরে চক্কর কাটছে অন্তত ৬৮টি চিনা যুদ্ধবিমান। সামরিক মহড়ার অযুহাতে তাইওয়ান প্রণালীর কাছাকাছি চলে এসেছে চিনা সেনা। তাইওয়ান বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চিনা যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজগুলি লাগাতার আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার চেষ্টা চালাচ্ছে। যে কোনও পরিস্থিতি মেকাবিলায় তৈরি রয়েছে তাইওয়ানের সামরিক বাহিনীও।

Related Articles