Sambad Samakal

Rituparna Sengupta: ঋতুপর্ণা এবার মহিষাসুরমর্দিনী

Aug 11, 2022 @ 5:00 am
Rituparna Sengupta: ঋতুপর্ণা এবার মহিষাসুরমর্দিনী

সোমনাথ লাহা

শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। আসছেন দেবী দশমহাবিদ্যা। মহালয়ার পূর্ণ তিথি মাখা ভোরে ছোটপর্দায় তাঁকেই জীবন্ত করে তুলবেন টলিপাড়ার গ্ল্যামারকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত।

সেলুলয়েডে নারীশক্তির প্রতীক ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু ছোটপর্দা তাঁকে এভাবে কোনও দিন পায়নি। সেই ফাঁক ভরাট করতে চলেছে ২০২২-এর দুর্গাপুজো। কালার্স বাংলা চ্যানেলের তরফে থেকে প্রকাশ্যে এল এবছর ‘মহিষাসুরমর্দিনী’ ঋতুপর্ণা। গত বছর এই ভূমিকায় দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। শুধু তাই নয়। দেবী দুর্গার সাজে ঋতুপর্ণার প্রথম ছবিও এল প্রকাশ্যে। বিশেষ সাজে সুন্দর মানিয়েছে তাঁকে। মাথায় মুকুট, হাতে ত্রিশূল। কপালে জ্বলজ্বল করছে ত্রিনয়ন। লাল বেনারসিতে, অলঙ্কারে সেজে উঠেছেন তিনি। মুখে বরাভয় হাসি। এ বছর দশমহাবিদ্যাকে তুলে ধরবে চ্যানেল। অনুষ্ঠানের নাম তাই ‘দেবী দশমহাবিদ্যা’। তবে এই মুহূর্তে এর বেশি এখন‌ই কিছু জানাতে রাজি নয় কালার্স বাংলা চ্যানেলে কর্তৃপক্ষ। তবে ঋতুপর্ণা ছাড়া বাকি দেব দেবী কারা হবেন সেই প্রশ্নের উত্তরে চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে চ্যানেলের ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সহ সব মাধ্যমের জনপ্রিয় তারকাদের দেখা যাবে। মহালয়ার ভোরে ছোটপর্দায় দেখা যাবে ‘দেবী দশমহাবিদ্যা’-কে। পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ আর ঋতুপর্ণার জৌলুসের ছটায় মিলেমিশে কালার্স বাংলার মহালয়া যে অন্য মাত্রা পেতে চলেছে তাতে কোন‌ও সন্দেহ নেই।

Related Articles