Sambad Samakal

Deb: ৭৫ তম স্বাধীনতা দিবসে ‘বাঘা যতীন’ রূপে হাজির দেব

Aug 15, 2022 @ 8:46 pm
Deb: ৭৫ তম স্বাধীনতা দিবসে ‘বাঘা যতীন’ রূপে হাজির দেব

সোমনাথ লাহা

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পরে আরও একবার ইতিহাস-নির্ভর চরিত্রে দেব। এবার স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তির দিনে বাঘা যতীন ওরফে বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় রূপে হাজির হলেন অভিনেতা। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস-এর প্রযোজনায় তৈরি হতে চলেছে ছবি ‘বাঘা যতীন’। ছবির পরিচালনায় অরুণ রায়। ‘গোলন্দাজ’-এর সাফল্যের পরে দেব এখন কি তবে আস্থা রেখেছেন ইতিহাস-নির্ভর চরিত্রেই? এই প্রসঙ্গে দেবের অভিমত, “কেরিয়ারের এই পর্যায়ে যে প্রস্তাবগুলো আসছে, তার মধ্যে যেটার গল্প ভাল, চরিত্রটা চ্যালেঞ্জিং সেগুলোই বেছে নিচ্ছি। ‘টনিক’, ‘কাছের মানুষ’, ‘কিশমিশ’-এর মতো ছবিও করছি। বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর কথা যখন বলা হচ্ছে, তখন বাংলা ছবিও তো সেই মানের বানাতে হবে।” প্রকাশ্যে এসেছে ছবির অ্যানাউন্সমেন্ট ভিভিও। প্রসঙ্গত, অরুণ রায়ের ‘এগারো’, ‘৮/ ১২ বিনয় বাদল দীনেশ’ ইতিহাস আধারে তৈরি। পরিচালকের কথায়, “১৯০২ -এ যখন যতীন্দ্রনাথ অনুশীলন সমিতিতে যোগ দিচ্ছেন, সেই সময় থেকে একদম মৃত্যু পর্যন্ত ঘটনাবলি ছবিতে দেখা যাবে। বাঘা যতীন নামকরণের নেপথ্যে যে রোমহর্ষক ঘটনা, তা থাকবে না? অরুণের জবাব, “ওই ঘটনা তো থাকতেই হবে। সেগুলো ফ্ল্যাশব্যাকে আসবে। তবে ছোটবেলার অংশ সে ভাবে থাকছে না।” দেড় বছর ধরে এই ছবি নিয়ে আলোচনা করেছেন দেব ও পরিচালক। বাঘের সঙ্গে দেবের দৃশ্যগুলির ভিএফ‌এক্স নিখুঁত না হ‌ওয়া পর্যন্ত ছবিটি নিয়ে প্রকাশ্যে ঘোষণা করতে চাননি ছবির পরিচালক ও প্রযোজনা সংস্থা। ছবিতে অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু, বারীণ ঘোষ…. এঁদের চরিত্রও আসবে। বুড়ি বালামের তীরে বাঘা যতীনের আত্মত্যাগের ঘটনাও থাকছে। ইতিহাসের পাতাকে পর্দায় তুলে আনার প্রচেষ্টায় খামতি রাখতে চান না প্রযোজক ও পরিচালক। ছবির বাকি কাস্টিং এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। চরিত্রের সঙ্গে চেহারাগত সাদৃশ্য আছে, এমন অভিনেতাদেরই নিতে চান তাঁরা। থিয়েটারের অভিনেতাদের অভিশন নেওয়া হবে। পিরিয়ড ছবি মানেই বাজেট বেশি। অরুণের আগের ছবিগুলোয় সে অর্থে কোনও বড় তারকা ছিল না। চরিত্রের খাতিরে তিনি অনামী মুখকেও প্রধান ভূমিকায় নিয়েছেন। বাঘা যতীনের চরিত্রে দেবকে নেওয়ার নেপথ্যের কারণ কি শুধুমাত্র‌ই বাণিজ্যিক? পরিচালকের কথায়, “বাঘা যতীনের চেহারার সঙ্গে দেবের মিল রয়েছে। যতীন্দ্রনাথ বেশ লম্বা, চওড়া মানুষ ছিলেন। কুস্তি বক্সিং করতেন। এই চেহারা দেব ছাড়া এই ইন্ডাস্ট্রিতে আর কার‌ও নেই। তবে দেবের মতো সুপারস্টার থাকলে ছবি আলাদা মাইলেজ‌ও পায়।” মাত্র ৩৫ বছর বয়সে মারা যান বাঘা যতীন। ১৯১৫ সালে বুড়ি বালামের যুদ্ধে প্রাণত্যাগ করেন তিনি। ১৯০২-১৫ পর্যন্ত সময়ে বাঘা যতীনের চেহারার সঙ্গে মিল রেখে দেবের লুক তৈরি করা হয়েছে। প্রস্থেটিক্সের সাহায্যও নেওয়া হবে। সেই দায়িত্বে থাকছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। ছবির সিনেম্যাটোগ্রাফার গোপী ভগত। তবে ‘বাঘা যতীন’ নিয়ে দেবও বড়সড় ঝুঁকি নিচ্ছেন। প্রযোজক- অভিনেতার কথায়, “আমাদের মতো প্রথম শ্রেণির অভিনেতারা যদি এই ঝুঁকি না নেন, তবে কে নেবেন? বাজেট, রিটার্ন সব কিছু নিয়েই ঝুঁকি আছে। তবে আমি আগেও ঝুঁকিনিয়েছি। ‘ককপিট’, ‘কবীর’-এর মতো ছবি করেছি। বাঘা যতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর কথা তো বলতেই হবে। হয়তো আমার আগে এই সাহস কেউ দেখাতে পারেননি। ‘বাহুবলী’র মতো কাল্পনিক চরিত্র নিয়ে ছবি হচ্ছে। আর বাঘা যতীন তো বাংলার সম্পদ।”
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে থেকে শুরু হবে এই ছবির শুটিং। এখন দেখার বিষয় এটাই যে ‘বাঘা যতীন’রূপে দেব দর্শকদের মনে কতখানি দাগ কাটতে পারেন। সেইদিকে নজর থাকবে সকলের।

Related Articles